কর অঞ্চল-২ চট্টগ্রামের সাবেক কর কমিশনার জনাব অপূর্ব কান্তি দাস (বর্তমানে কর অঞ্চল-১, চট্টগ্রামে কর্মরত) এর নির্দেশনায় উক্ত কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার জনাব সৈয়দ মোহাম্মদ আবু দাউদ (বর্তমানে কর অঞ্চল-১, চট্টগ্রামে কর্মরত) এবং যুগ্ম কর কমিশনার জনাবা শামিনা ইসলামের পরিকল্পনায় এ কর অঞ্চলের সকল কর্মকর্তা-কর্মচারি নিরলস পরিশ্রম করে ‘আয়কর মহাফেজখানা’ গড়ে তুলেছেন। এটি গড়ে তুলতে যা প্রয়োজন হয়েছে:
• মোট পাঠ ১৫,০০০ লাইন (৩০টি বই বা অন্যান্য দলিল) অথবা প্রায় ১,৬৫,০০০ শব্দ,
• গবেষণায় ৪৮০ শ্রমঘণ্টা ব্যয় করা হয় ;
• প্রেসে ১৮০ ঘণ্টা ব্যয় করা হয় ;
• অভ্যন্তরীণ সাজে ১৫০ ঘণ্টা ব্যয় হয়।
• বৃটেন, ফ্রান্স ও আমাজন-এর ৩টি আন্তর্জাতিক আর্কাইভ ব্যবহার করা হয়।
• তথ্য সহায়তাকারী ছিলেন ৩জন, ৪জন বিদেশি, ১জন দেশীয় মুদ্রা বিশেষজ্ঞ সহায়তা করেছেন।
• সরকারি কোনো বরাদ্দ ছিল না, এতে আর্থিক সাহায্য করেন ৫ জন।
• অভ্যন্তরীন সজ্জায় সহায়তা করেন উইনার স্টেপ নামীয় একটি প্রতিষ্ঠান ;
• গতানুগতিকার বাইরে Cryptology এবং প্রাচীন ইংরেজি ভাষা ও বর্ণরীতি পড়তে হয়েছে।