আয়কর মহাফেজখানা
(Income Tax Archive)

আয়কর মহাফেজখানা

মানব সভ্যতার শুরু থেকেই আর্থিক চিন্তার উন্মেষ ঘটে। মানুষের চাহিদা মেটানোর জন্য বিনিময় প্রথা থেকে আর্থিক লেনদেনের শুরু এবং ধীরে ধীরে এই লেনদেনে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠে রাষ্ট্র। নিজস্ব প্রয়োজনেই রাষ্ট্র তার নাগরিকদের আর্থিক সক্ষমতায় নিজের হিস্যা প্রতিষ্ঠা করে এবং তা করা হয় নাগরিকদের স্বার্থেই। এই হিস্যা নিশ্চিত করার জন্যেই রাজস্ব ব্যবস্থার প্রবর্তন। পৃৃথিবীর অন্যান্য সভ্যতার মত বাংলাদেশ তথা ভারত উপমহাদেশেরও রয়েছে রাজস্ব কাঠামোর অতি প্রাচীন ইতিহাস। আয়কর মহাফেজখানায় এই ইতিহাসকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে।
 
চট্টগ্রামের আগ্রাবাদের ১ নম্বর সিজিও ভবনের তৃতীয় তলার করিডোর, বারান্দা, দেয়াল ও ভেতরের একটি কক্ষে প্রায় কয়েকশত বছরের রাজস্ব ইতিহাসকে সময়ের ক্রমানুসারে সাজানো হয়েছে। এখানে রয়েছে সেই মোগল আমল থেকে শুরু করে কোম্পানি আমল, পরবর্তীতে পাকিস্তান আমল এবং বাংলাদেশের কর-ব্যবস্থার বিবর্তনের চালচিত্র। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের কর ও অর্থ-ব্যবস্থার নানা পরিবর্তনগুলোও এতে সন্নিবেশিত করা হয়েছে। মূলতঃ এটি যেন এই উপমহাদেশের রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিক ইতিহাসের স্মৃতি সম্ভার।

সর্বশেষ সংযোজন