আয়কর মহাফেজখানা
(Income Tax Archive)

আয়কর মহাফেজখানার ব্যবহার

আয়কর মহাফেজখানাটি ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে।


• বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, প্রশাসন, ব্যবসা প্রশাসন, রাজস্ব প্রশাসন, ইতিহাস ইত্যাদি বিষয়ে গবেষণারত গবেষকগণ এ আর্কাইভ ব্যবহার করে সম্বৃদ্ধ হচ্ছেন।
• বিশেষ করে ভারতে বৃটিশ শাসন সম্পর্কে গবেষকগণ এ মহাফেজখানার সাহায্য নিচ্ছেন।
• আইনের ছাত্র এবং শিক্ষকেরা রাজস্ব আইন ছাড়াও ভারত উপ মহাদেশে বিভিন্ন আইন সম্পর্কে সম্মুখ ধারনা নিতে মহাফেজখানা ব্যবহার করছেন।
• প্রাচীন মুদ্রা বিশেষজ্ঞরাও এই মহাফেজখানার সাহায্য নিচ্ছেন।
• বিসিএস (কর) এবং বিসিএস (শুল্ক) ক্যাডারের কর্মকর্তারা তাদের পেশাগত জ্ঞান বৃদ্ধির জন্য এ মহাফেজখানা ব্যবহার করছেন।
• বিসিএস (কর) একাডেমী নবীন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মসূচীতে মহাফেজখানা পরিদর্শন বাধ্যতামূলক করেছেন।
• বিভিন্ন  স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিয়মিত মহাফেজখানা পরিদর্শন করে সম্বৃদ্ধ হচ্ছেন।

সর্বশেষ সংযোজন