কর অঞ্চল-২, চট্টগ্রাম এর অধিক্ষেত্রাধীন লোহাগাড়া উপজেলায় কর কমিশনার মহোদয় জনাব সাধন কুমার রায় এর নির্দেশনায় স্পট এ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। সার্কেল কর্মকর্তা অতিরিক্ত সহকারী কর কমিশনার, জনাব শাওন চৌধুরী তার টীমসহ সরেজমিনে উপস্থিত হয়ে নতুন করদাতা সনাক্তকরণের পাশাপাশি স্পটে কর নির্ধারণ করে প্রত্যয়নপত্র প্রদান করছেন ।