নোটিশ বোর্ড

জনাব মোঃ আবদুস সোবহান, কর কমিশনার মহোদয়ের কর অঞ্চল-২, চট্টগ্রামে যোগদান। 10-12-2024

২৬.০৯.২০২৪ তারিখে বিদায়ী কর কমিশনার মিজ্ আসমা দিনা গনি মহোদয়ের নিকট হতে কর কমিশনার জনাব মোঃ আবদুস সোবহান মহোদয় কর অঞ্চল-২, চট্টগ্রাম এর দায়িত্ব গ্রহণ করেন। ১২ ফেব্রুয়ারি ১৯৭০ খ্রি. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত আত্রাই উপজেলার মহাদিঘি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। তিনি নওগাঁ জিলা স্কুল, রাজশাহী কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছেন। বিসিএস ১৭তম ব্যাচের কর ক্যাডার এর সদস্য এ কর্মকর্তা ব্যক্তিগত জীবনে একজন কবি, সকলের মাঝে ‘সোবহান সেতু’ নামে তিনি পরিচিত। এ পর্য্ন্ত কবির ৫টি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে - জ্যোৎস্না স্নাত মন, আকাশের বুকে মেঘবালিকা, মেঘডুবি পথে ফাল্গুন মেয়ে, নির্বাচিত কবিতা ও মায়াবতীর উপাখ্যান।

যোগাযোগের ঠিকানা

  • কর অঞ্চল-২, চট্টগ্রাম।
  • সরকারী কার্য ভবন-১ (৩য় তলা),আগ্রাবাদ, চট্টগ্রাম।
  • আলাপনী: ০৩১-৭১০৮৪০
  • ctgzone2@gmail.com